আজকের শিরোনাম :

সোনাগাজীতে দুর্বৃত্তের পেট্রলের আগুনে চারটি বসতঘর ভস্মিভূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:১২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউপির আলমপুর গ্রামে দূর্বৃত্তের পেট্রলের আগুনে হিন্দু সম্প্রদায়ের চারটি বসতঘর সম্পুর্ন ভস্মিভুত হয়েছে।

ঘটনাটি গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় ওই গ্রামের রাবিদ্র ডাক্তার বাড়ীতে ঘটে।অগ্নিকান্ডে শিশির শীল ,মনিদ্র শীল,রঞ্জিত শীল ও শুলভ শীলের চারটি বসতঘর পুড়ে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার বিষয়ে শিশির শীল বলেন, রাত সাড়ে ১১টায় বাড়ীর উঠানে অজ্ঞাত ৪/৫ জনের আনাগোনার টের পেয়ে পরিচয় জানতে চাইলে তারা চুপ থাক বলে পেট্রল ঢেলে মনিদ্র শীলের বসতঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

আগুন লাগার টের পেয়ে ঘরের মধ্যে ঘুমন্ত পরিবারের সদস্যরা এককাপড়ে বেরিয়ে পড়ে প্রান রক্ষা করে।মুহুত্বের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী বসতঘরে ছড়িয়ে পড়ে।বাড়ীর লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলেও আগুনে নিভাতে ব্যর্থ হয়।অগ্নিকান্ডে চারটি পরিবার পুরোপুরি নি:স্ব হয়েছে।

শিশির শীল আরো বলেন, ঘরে রক্ষিত নগদ টাকা,স্বর্নালংকার,আসবাবপত্র, ব্যবহারের কাপড় ছোপড়,জমির দলিলসহ কোন কিছু রক্ষা পায়নি।গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও দূর্বৃত্তরা বাড়ীর খড়ের গাধায় আগুন লাগিয়ে সেটি পুড়িয়ে দেয়।এবারও ভোটের পূর্বে একই ঘটনা ঘটলো।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই একে একে চারটি বসতঘর পুড়ে সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়।

স্থানীয়রা জানান, এলাকাটি হিন্দু অধ্যুষিত, পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদানের জন্য নাশকতা চালানো হয়েছে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শীতের মধ্যে খোলা আকাশের নীচে অবস্থান করছে।তাদের চোখে মুখে আতংকের চাপ।প্রশাসনের আশ্বাসের পরও তাদের আতংক কাটছেনা।

ঘটনার পরে সোনাগাজী থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ঘটনাস্থল পরিদর্শন করে।এসময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের মাঝে  নগদ টাকা ও শীতবস্ত্র বিতরন করে।রবিবার সকালে উপজেলা ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাড়ীতে উপস্থিত হয়ে তাদের সহযোগীতার আশ্বাস দিয়ে নগদ অনুদান প্রদান করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষনা দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো: মোয়াজ্জেম হোসেন বলেন,ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।দোষী যে বা যারা হোক তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।
 

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

 

এই বিভাগের আরো সংবাদ