আজকের শিরোনাম :

নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

জেলার নাসিরনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,সরকারি বেসরকারি সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমেস্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ।

সকল সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ,শরীর চর্চা প্রর্দশনী,বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন। এছাড়াও সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ও জাতীয়তাবাদী দল বি এন পির মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্ঠা সৈয়দ এ কে একরামুজ্জামান (সুখন) মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম ভুইয়া,

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হান উদ্দিন,অধ্যাপক জামিল ফোরকান,আবদুল হক, প্রধান শিক্ষক আবদুর রহিম, সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান,অধ্যক্ষ মোঃ আলমগীর,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী ও বীর মুক্তিযোদ্ধা প্রবীর চৌধুরী।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ