আজকের শিরোনাম :

লালপুরে মহান বিজয় দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

নাটোরের লালপুর উপজেলায় যথাযোগ্য মর্যদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কোরআন খানি, আলোচনা সভা, হাসপাতালগুলোতে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সদস্য, বিএনসিসি, বয় স্কাউটস্, গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ, শরীর চর্চা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।

উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।

এছাড়াও লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, লালপুর উপজেলা আওয়ামীলীগ, লালপুর উপজেলা জাতীয় পার্টি, লালপুর উপজেলা প্রেসক্লাব, লালপুর বার্তা, লালপুর পাবলিক লাইব্রেরী, লালপুর ইউনিয়ন পরিষদ সহ সকল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন সহ নানা কর্মসূচী পালন করে।

 

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ