আজকের শিরোনাম :

বোদায় নানা কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩১

পঞ্চগড়ের বোদায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রবিবার ভোর সাড়ে ৬ ঘটিকায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। দিবসটির সুচনা পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা, বোদা থানা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ৮ টায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন।

বিজয় দিবসের মঞ্চে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়। শুরু হয় কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন। শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় সরকারী কর্তকর্তা সহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
 

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ