আজকের শিরোনাম :

তাড়াইলে মহান বিজয় দিবস উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

কিশোরগঞ্জের তাড়াইলে ৪৭ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, প্রত্যূষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ, ১০.৩০মিনিটে ক্রীড়া প্রতিযোগিতা,

 বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, বাদ যোহর সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/ প্রার্থনা, দুপুর ২ টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৩ টায় মহিলাদের ক্রীড়ানুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা, বিকেল ৫ টায় মুক্তিযোদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত প্রদর্শনী, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
আজ রবিবার সকাল ৯ টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, তাড়াইল থানা পুলিশ, আনসার -ভিডিপি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

 অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার পর কুচকাওয়াজে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে  সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে উক্ত বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.গিয়াস উদ্দিন লাকী,তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা মৌল্যা মতিউর রহমান,তাড়াইল থানার অফিসার  ইনচার্জ চৌধুরী মিজানুর রহমান,তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুখ উদ্দিন  আহম্মেদ,সহকারি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম,

 উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোছা.ফাতেমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম কিবিয়ার, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুর রহমান, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খাঁন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.গোলাম মোস্তফা,উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক সাইফ উদ্দিন কাজল ইদ্রিস প্রমুখ।
 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ