আজকের শিরোনাম :

গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নে মৎস্য ভিজিএফ চাল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১৯:১২

পটুয়াখালী, ২৪ মে, এবিনিউজ : "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ " শ্লোগানে বর্তমান সরকার দেশের সর্বত্রে হতদরিদ্র মৎস্য জীবিদের সয়হতা হিসেবে জনপ্রতি ৪০ কেজী করে চাল দেয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ খাদ্য অধিদপ্তর।  তার'ই ধারাবিকতায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময়ে, পটুয়াখালীর গলাচিপা উপজেলা রতনদী তালতলী ইউনিয়নের গত এপ্রিল ২০১৮ইং মাসের ৩ শত ৫০ জন হতদরিদ্র জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান,  মোঃ গোলাম মোস্তফা ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য।

চাল বিতরণে কোন অনিয়ম আছে কিনা কিনা জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ হচ্ছে। তবে, খাদ্য গোডাউনে ৩০ কেজী বস্তায় সঠিক মাপের অনিয়ম রয়েছে।  এ বিষয়ে গলাচিপা উপজেলার খাদ্য সংরক্ষন কর্মকর্তা  মোঃ মঞ্জুরুল ইসলামের কাছে মুঠোফোনে  জানতে চাইলে তিনি বলেন, সরকারী চাল দেয়ার ক্ষেত্রে কম দেয়ার কোন সুযোগ নেই।

চাল নেয়ার সময়, গোডাউন থেকে সঠিক ওজন দেখে নেন। এক্ষেত্রে কম পাওয়া বা দেয়ার কোন সুযোগ নেই।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ