আজকের শিরোনাম :

দৌলতপুরে বিএনপির ৩শীর্ষ নেতাসহ ১৪ নেতাকর্মী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির ৩শীর্ষনেতাসহ ১৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পারিবারিক সুত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার রিফাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল কে গ্রেফতার করে।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তারাগুনিয়া কাচারী পাড়া নিজ বাড়ি থেকে উপজেলা বিএনপিরসহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ও তার ছেলে রকি কে গ্রেফতার করে।

এর আগে উপজেলার দাড়েরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা  তার ছেলে হিমেল এবং তার ভাই মনিরুল ইসলাম কে গ্রেফতার করে। একই রাতে উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ইউপি সদস্য হাসিব মেম্বার সহ ১৪ নেতাকর্মী কে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্টদের পারিবারিক ও বিএনপি দলীয় সুত্র জানিয়েছে।

গ্রেফতারকৃতদের দৌলতপুর থানায় রাখা হয়নি বলে গ্রেফতাকারকৃতদের স্বজনরা জানিয়েছে। কি কারণে এসব নেতাদের গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ। 

এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও দৌলতপুর থানার ওসিসহ কুষ্টিয়া পুলিশের কোন কর্মকর্তা ফোন রিসিভ করেন নি।

এবিএন/জহুরুল হক/গালিব/জসিম


তবে তাদরে দৌলতপুর থানায় রাখা হয়নি বলে আটক নতোদরে পরবিার সূত্র জানয়িছে।ে কি কারণে বএিনপি নতোদরে আটক করা হয়ছেে তাও জানায়নি পুলশি।
 

এই বিভাগের আরো সংবাদ