আজকের শিরোনাম :

উলিপুরে ২ ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ২০:০০

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইটভাটায় ইট তৈরি ও পোড়ানোর অপরাধে ২ টি ভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত ও পান্না আক্তার অভিযান চালিয়ে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে স্থাপিত ডিএসবি ইটভাটা মালিক দেলওয়ার হোসেন ও এডিবি ইটভাটা মালিক আবুল কালাম মন্ডলের ১ লাখ টাকা করে জরিমানা করেন।

অনাদায়ে উভয়কে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় কুড়িগ্রাম বন বিভাগের ফরেস্টার নুর ইসলামসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর অধিন ৪ ধারার ব্যত্যয় ঘটায় এ আইনের ১৪ ধারায় এ শাস্তি ও জরিমানা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ