আজকের শিরোনাম :

ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে ডিমলায় মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

নীলফামারীর ডিমলা উপজেলায় ধর্মীয় সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এম.পি।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী- ১ আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গোড়া অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে বর্তমান আলেম- ওলামাদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির অন্যন্য বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এম.পি আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মশিউর  রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে না পারলে দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হবে।

দেশে আবারো বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  হাসিনার হাতকে শক্তিশালী করতে  আলেম- ওলামদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা মোছাদেকুল ইসলাম।

নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এরফান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ডোমার উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জেল হোসেন, ডিমলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদেকীন আলম, ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক সহ ডোমার-ডিমলা উপজেলার কয়েকশত আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন৷


এবিএন/তপন রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ