আজকের শিরোনাম :

দুর্ঘটনা প্রতিরোধে সড়কের গতিরোধকে রং করলো পবিপ্রবি ছাত্রলীগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে সাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে নির্মিত একাধিক গতিরোধক (স্পিডব্রেকার)।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম গত শনিবার শেষ বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গত ৩ দিনে ছাত্রলীগ নেতা রাশেদ ইমাম, নাজমুল হাসান অন্তর, সাদমান সাকিব, তুহিন রায়হান, মো. মহসিন, আরাফাত সাগর ও সাইফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা নিজ হাতে ক্যাম্পাসের ভেতরে থাকা গতিরোধকগুলো রং চিহ্নিত করেন। বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতির রেজোয়ানা হিমেলের নেতৃত্বে নারী নেত্রীরাও এ কাজে  স্বতঃস্ফূর্তভাবে  অংশ নেন।
 
স্থানীয় বাসিন্দারা ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রং দিয়ে চিহ্নিত না থাকায় এতোদিন স্পিডব্রেকার ঠিকভাবে চোখে পড়তো না। এর ফলে দুর্ঘটনার শিকার হয়েছেন পথচারীরা। ছাত্রলীগের এ উদ্যোগের ফলে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করেন তারা।

পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সাধারণ শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নিয়েছেন। এ উদ্যোগের ব্যয়ভারও শিক্ষার্থীরাই সংগ্রহ করেছেন। ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ক্যাম্পাসের আশেপাশের রাস্তার স্পিডব্রেকার চিহ্নিতকরণের এ উদ্যোগ নিবে ছাত্রলীগ।

এবিএন/জ্ িএম শান্ত/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ