আজকের শিরোনাম :

নাসিরনগরে নির্বাচনী প্রচারণায় আ.লীগ ও বিএনপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭

সামনের দরজা কড়া নাড়ছে নির্বাচন। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ, ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে  প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। তারা হলেন মহাজোট তথা আ.লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ( নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এস,এ কে একরাম্জ্জুামান (সূখন) ধানের শীষ।

ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব এডঃ ইসলাম উদ্দিন দুলাল মোমবাতি, ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবুল কাশেম মোঃ আশ্ররাফুল হক মিনার, ইসলামী আন্দোলন তথা চরমোনাই মনোনীত প্রার্থী হোসাইন আহমেদ হাত পাখা, বিজেপি মনোনীত প্রার্থী  মোঃ ফায়েজুল হক পেয়েছেন গরুর গাড়ী। 

১১ ডিসেম্বর প্রচারণার ১ম দিনে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা। সাধারণ ভোটাদের মাঝে বইছে আনন্দ। 

১১ ডিসেম্বর প্রচারণায় ১ম দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম উপজেলার চাতলপাড় ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করে ২৭ ডিসেম্বর নাসিরনগর সদর ইউনিয়নে প্রচারণা শেষ করার সিডিউল ঘোষণা করেছেন। 

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব  এস, এ, কে একরামুজ্জামান সূখন  প্রচারণার ১ম দিনে নিজ ইউনিয়ন চাপরতলা থেকে শুরু করে ২৭ ডিসেম্বর গোকর্ণ ইউনিয়নে শেষ করার সময় সূচী ঘোষণা করেছেন। 

অন্যদিকে, অপর চার প্রার্থী আলহাজ্ব এডঃ ইসলাম উদ্দিন দুলাল, মাওলানা আবুল কাশেম মোঃ আশ্ররাফুল হক, হোসাইন আহমেদ, মোঃ ফায়েজুল হককে ১ম দিনে প্রচার প্রচারণার সিডিউল ঘোষণা করতে  বা নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়নি। 

এবিএন/মোঃ আব্দুল হান্নান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ