আজকের শিরোনাম :

কিশোরগঞ্জ-২ আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর কিশোরগঞ্জ দুই আসনে মোট ৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। তাঁরা সবাই দলীয় প্রার্থী।

গতকাল সোমবার তাঁদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ (নৌকা), বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নূরুল ইসলাম (কাস্তে),

জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল জব্বার (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দিন রুবেল (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (হারিকেন)।


এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ