আজকের শিরোনাম :

বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ও লক্ষীকল বাজারে দুইটি দোকানে ভোক্তা অধিকার আইনে তের হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এই জরিমানা করেন।

আজ সোমবার জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোর কার্যালয়, কনজুমার এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারন সম্পাদক রইস উদ্দিন সরকার, সাংবাদিক আব্দুল কাদের সজল এই অভিযান পরিচালনা করে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মৌখাড়া বাজারে সরকার ফার্মেসী বিক্রয় মূল্য কলম দিয়ে কাটাকাটির অভিযোগে তিন হাজার টাকা, লক্ষীকোল এলাকায় ভাই ভাই বেকারীকে নোংড়া পরিবেশে খাদ্য তৈরী, খাবারে রং মিশ্রন, বিএসটিআই অনুমোদনের না থাকার অভিযোগে দশ হাজার টাকা সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 
এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ