ডিমলায় অগ্নিকান্ডে ৮টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

ডিমলা উপজেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টি পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতি ১৫ লক্ষাধিক টাকার।

এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে গতকাল রবিবার রাত ৯.৩০ ঘটিকার দিকে উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের বেপারীটোলা পাইকারটারী গ্রামে।

 এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধান সিদ্ধ করা চুলার আগুন হতে আগুনের সূত্রপাত হয়। এতে ওই গ্রামের ইছামুদ্দিন হারী ও তার ছেলে হোসেন আলী, হাছেন আলী, খাদেমুল এবং প্রতিবেশী আবু মানিক, শফিকুল ইসলাম, মজিনুর রহমানও মজিদা বেওয়ার ১৯ টি ঘর, ২১ টি গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, ধান ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়।

তবে লোকজন হতাহতের খবর পাওয়া যায় নি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপসহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে একটি ধানের পুঁজ বাঁচাতে সক্ষম হয়। সমাজের স্বহৃয়বান ব্যক্তিবর্গগণ একটু সহযোগিতার হাত বাড়ালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একটু হলেও প্রশান্তির ছায়া খুঁজে পাবে।


এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ