আজকের শিরোনাম :

কিশোরগঞ্জের ছয়টি আসনে ৩৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

কিশোরগঞ্জের ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার এসব প্রতীক প্রার্থী ও তাদের প্রতিনিধির হাতে তুলে দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম (নৌকা), বিএনপির রেজাউল করিম খান চুন্নু (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এনামূল হক (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. মহিউদ্দিন (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মুহা. আবদুর রহমান অ্যাডভোকেট (তারা)।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নূর মোহাম্মদ (নৌকা), বিএনপির মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নুরুল ইসলাম (কাস্তে), জাকের পার্টির মো. আব্দুল জব্বার (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. সালাউদ্দিন রুবেল (হাতপাখা), মুসলিম লীগের মীর আবু তৈয়ব মো. রেজাউল করীম (হারিকেন) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম)।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মহাজোট-জাতীয় পার্টির অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), ঐক্যফ্রন্ট-জাতীয় সমাজতান্দ্রিক দলের (জেএসডি) ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডা. এনামুল হক ইদ্রিছ (কাস্তে), গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভুঁইয়া (কবুতর), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. শওকত আলী (মশাল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আলমগীর হোসাইন (হাতপাখা)।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), বিএনপির অ্যাডভোকেট মো. ফজলুর রহমান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ আহসানুল্লাহ (হাতপাখা) ও বাংলাদেশ খেলাফত মজলিশের খায়রুল ইসলাম ঠাকুর (রিকশা) ।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামী লীগের মো. আফজাল হোসেন (নৌকা), বিএনপির শেখ মজিবুর রহমান ইকবাল (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. ফরিদ আহাম্মদ (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. ইব্রাহিম (হাতপাখা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খন্দকার মোছলেহ উদ্দিন (কোদাল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সেলীনা সুলতানা (তারা) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাহ আলম (আম) ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন (নৌকা), বিএনপির মো. শরীফুল আলম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ মুছা খান (হাতপাখা), ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন (মোমবাতি) ও জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল (লাঙ্গল)।
 

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ