আজকের শিরোনাম :

কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

‘শিশু ও নারী নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ বন্ধ হউক’ এই শ্লোগান-কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি কালিয়াকৈর উপজেলা চত্তরে এসে শেষ হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার,

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ইমারত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আব্দুল আলীম অভি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী মোসাম্মৎ মিলি বেগম , সালমা আক্তার, কালিয়াকৈর প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক মো. তুহিন মোল্লা, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক মো. আলমগীর হোসেন, ডা. আব্দুল হান্নান, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, মো. সোহেল মিয়া প্রমূখ।

 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ