আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬

শ্রীমঙ্গলের সর্বত্র এখন তীব্র শীত। শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তাপমাত্রা অনেক নেমে এসেছে। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নীচে নেমে আসারও রেকর্ড রয়েছে।

আজ সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার মো.হারুনুর রশীদ সর্বনিম্ন তাপমাত্রার এ তথ্য জানিয়ে বলেন, তাপমাত্রা আরো নামবে। পড়বে হাঁড় কাপানো শীত।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের প্রফেশনাল এসিস্ট্যান্ট মো. হাফিজুর রহমান জানান, চলতি শীত মৌসুমে ৯.৩ ডিগ্রিই দেশের রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটো জানান, ঠান্ডার কারনে শিশু ও বয়স্করা হাঁপানিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, শীত বাড়ার সাথে সাথে হাঁপানির প্রকোপ আরো বাড়বে। এছাড়াও সর্দি, কাশিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ