আজকের শিরোনাম :

ফরিদপুরের ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রির্টানিং কর্তকর্তা।

সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা উম্মে সালমা তানজিয়া ১৭ প্রার্থীদের মাঝে তাদের প্রতীক বরাদ্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা মো. আলাউদ্দিন।

সকাল ১০টার দিকে প্রতীক নিতে আসেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর হোসেন বুলবুল দলের নৌকা প্রতীক গ্রহন করেন, এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক গ্রহণ করেন প্রার্থীর পক্ষে অ্যাড. সিরাজুল ইসলাম। 

সাড়ে ১০টার সময় ফরিদপুর-৩ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ, ফরিদপুর-২ আসনে বিএনপির ধানে শীষ প্রতীক গ্রহণ করেন দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক গ্রহন করেন প্রার্থীর পক্ষে শাহাদাব আকবর লাবু চৌধুরী।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহণ করেন দীপক মজুমদার, এই আসনে বিএনপির প্রতীক গ্রহণ করেন খন্দকার ইকবাল হোসেন সেলিম। 

এ ছাড়াও এই আসনে বর্তমান এমপি (স্বতন্ত্র) মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে প্রতীক গ্রহণ করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহদাত হোসেন।

এবিএন/ কে এম রুবেল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ