আজকের শিরোনাম :

কসবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে অনুদান প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম আজ সোমবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ৯ হাজার টাকা এবং ৩ ভান্ডেল ঢেউটিন করে মোট ৮১ হাজার টাকা ও ২৭ ভান্ডেল ঢেউটিন প্রদান করেন।

এসময় বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, গতকাল রবিবার বিকেলে বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামে সানজিদা বেগমের এর রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মো. মনির হোসেন সরকার, কবির হোসেন, মো. বশির মিয়া, নুসরাত জাহান, মো. শাহাদাত হোসেন সরকার, তৌহিদ হোসেন, সানজিদা বেগম ও পারভিন আক্তারের বাড়ি-ঘর ও আসবাবপত্র পুরে ছাই হয়েগেছে। কুটি চৌমুহনী থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এবিএন/অলিউল্লাহ সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ