আজকের শিরোনাম :

কসবায় বেগম রোকেয়া দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:০২

গতকাল আজ রবিবার (৯ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া।

 বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দাবাদ সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. হুমায়ুন কবির, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা টি.আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে আজাদ ও  কসবা থানা উপপরিদর্শক মো.বেলাল হোসেন।

 স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। সঞ্চালনায় ছিলেন শারমিন সুলতানা ও লায়লা আক্তার লিপি।

পরে সফল জননী হিসেবে উপজেলার বাদৈর গ্রামের মাহের মিয়ার স্ত্রী সপনেহার বেগম, শিক্ষা ক্ষেত্রে খাড়েরা গ্রামের হারুনুর রশীদের স্ত্রী শপনেহার বেগম  এবং অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে পৌর এলাকার তারাপুর গ্রামের মোস্তফা হারুনের স্ত্রী লুৎফা বেগমকে জয়িতা নারী হিসেবে সম্মাননা পদক দেয়া হয়।

 

এবিএন/অলিউল্লাহ সরকার /জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ