আজকের শিরোনাম :

কাপাসিয়ায় সোহেল তাজের মতবিনিময়সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামছেন সাবেক স্বরারাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আজ (০৯ ডিসেম্বর) রবিবার দুপুরে আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের বাড়িতে গাজীপুর-৪ কাপাসিয়ায় আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে মাঠে নামবেন বলে জানান তিনি। গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফেরেন।

সোহেল তাজ বলেন, আমরা মানুষকে দেওয়ার জন্য রাজনীতিতে এসেছি নেওয়ার জন্য নয়। অন্যন্যা অঞ্চলের তুলনায় কাপাসিয়ায় দুর্নীতি অনেক কম, শিক্ষা ব্যবস্থায় উন্নতি হয়েছে। মানুষের গুনগত মান বৃদ্ধি পেয়েছে। আমি বঙ্গতাজের সন্তান হিসেবে নয়, কাপাসিয়ার সন্তান হিসেবে বলছি পরবর্তী প্রজমন্মকে উদ্ববদ্ধ করতে হবে। রাজনীতিতে না এলেও নির্বাচনে বড় বোনের পক্ষে এবার কাজ করবো।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ অনুষ্ঠান শেষে বিকালে কাপাসিয়ার দরদরিয়ায় গ্রামের বাড়িতে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করেন।


উলেখ্য ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তানজিম আহমদ সোহেল তাজ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এখানে ততই নির্বাচনী মাঠ গরম হচ্ছে।

গাজীপুুর-৪ কাপাসিয়া আসন গাজীপুরের মধ্যে একটি অন্যতম আসন। এ আসনে সাবেক পাট মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা প্রয়াত হান্নান শাহর বাড়িও এখানে।

এ নির্বাচনে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দিদ্বতা করবেন তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে হান্নান শাহ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের। এবারারে নির্বাচনে সাধারণ ভোটাররা মনে করছেন নবীন প্রবীণ লড়াই হবে।

এ আসনে নির্বাচনে আরো লড়বেন সিপিবি’র মানবেন্দ্র দেব, ইসলামী আন্দলনের বাংলাদেশের মো. নূরুল ইসলাম সরকার, জাকের পার্টির জুয়েল কবির, বিএনএফ’র এড. সারোয়ার ই কায়নাত, জেএসডি’র এড. নাজিম উদ্দিন শেখ।


এবিএন/নুুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ