আজকের শিরোনাম :

বোয়ালখালীতে জগদানন্দ মিশনে উৎসব প্রস্তুতি সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬

বোয়ালখালী উপজেলার জগদানন্দ মিশনের উদ্যোগে শ্রী শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের ১৬৮তম আর্বিভাব উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে মিশন পরিচালনা পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী।

এতে বক্তব্য রাখেন শিবু প্রসাদ চক্রবর্তী, গিরিজা শংকর রায়, দীপেন চৌধুরী, অজয় চৌধুরী, দোলন রায়, প্রকাশ দেওয়ানজী, বিশ্বজিৎ চৌধুরী, সরোজ চৌধুরী, মিল্টন চৌধুরী, নবজিৎ চৌধুরী রানা, সজীব দাশ, অরূপ চৌধুরী, রূপম চৌধুরী, টিটন দে টিটু, ঋষিকেশ দে, যীশু নাথ, লিটন দে, রাজু রায়, অরবিন্দু চৌধুরী, রানু মজুমদার, উৎপল চৌধুরী মিঠু, মিথুন চৌধুরী রণি, সুদীপ চৌধুরী, সচীন্দ্র নাথ, বাবলু দে, কিষাণ চৌধুরী, সজীব দাশ, টিপু দে, পিকলু নাথ, জুয়েল নাথ, মাইকেল নাথ, কিল্টন নাথ, অন্তু নাথ, নয়ন নাথ, ও রুবেল দে প্রমুখ।

আগামী ৩১ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী আর্বিভাব উৎসব যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ও সর্ব সম্মতিক্রমে কাঞ্চন দাশকে সভাপতি, শংকর চন্দকে সাধারণ সম্পাদক ও বিকাশ নাথকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

 এবিএন/রাজু দে/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ