আজকের শিরোনাম :

গনমাধ্যম কর্মীদের নিয়ে ডিজিটাল মাধ্যমে শরণখোলার লোক সমাজের গল্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২

বাগেরহাটের শরণখোলায় গনমাধ্যম কর্মীদের নিয়ে “ডিজিটাল মাধ্যমে শরণখোলার লোক সমাজের গল্প” শীর্ষক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকাল ১০টায় স্থানীয় অগ্রদুত ফাউন্ডেশনের হলরুমে আন্তর্জাতিক আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (ইজিএন) এর সহযোগিতায় ভয়েসেস ফর ইন্টারএ্যাকটিভ চয়েজ এ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) কমুনিটি স্টোরিলিটিং অন ক্লাইমেট এ্যান্ড কনজারভেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষন দেন সংস্থার ফ্যাসিলেটর মোহাম্মদ আরজু ও কর্মকর্তা রেজাউল কবির।

মোহাম্মদ আরজু জানান, শরণখোলার সাংবাদিকদের নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশিক্ষন শেষে তাদের লেখা, ছবি ও অডিও-ভিডিও কনটেন্ট জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রকাশের ব্যবস্থা করা হবে। 


এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ