আজকের শিরোনাম :

রোমেলকে রেখে নৌকায় উঠলেন ছোট মনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার চূড়ান্ত মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

এর আগে এ আসনে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। বিভিন্ন দিক বিচার বিশ্লেষন করে প্রথমে মনোনয়ন দেয়া হয় ছোট মনিরকে।

পরে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন এমপি পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেলকে মনোনয়নের চিঠি দেন আওয়ামী লীগ। ফলে তানভীর হাসান ছোট মনির ও  খন্দকার মশিউজ্জামান রোমেল উভয়ই জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এলাকায় চলতে থাকে উভয় প্রার্থীর গণসংযোগ, সমাবেশ ও পাল্টা সমাবেশ। নেতা কর্মীদের মাঝে বইতে থাকে চাপা উত্তেজনা।

আজ শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে চূড়ান্ত নৌকার মাঝি হন তানভির হাসান ছোট মনির।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তানভীর হাসান ছোট মনির বলেন, নেত্রী নৌকা আমার হাতে তুলে দেননি, নৌকা তুলে দেয়া হয়েছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সর্বস্তরের লোকজনের হাতে। লোকজনদের সাথে নিয়ে বিজয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।  

এবিএন/কামাল হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ