আজকের শিরোনাম :

লালপুরে মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাকীর্তি ফাউন্ডেশনের শিক্ষা বিভাগের আয়োজনে নাটোরের লালপুর উপজেলায় আজ শুক্রবার (৭ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি-২০১৮ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাকীর্তি ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাকীর্তি ফাউন্ডেশনের শিক্ষা বিভাগের আয়োজনে নাটোরের লালপুর উপজেলায় ৬টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি-২০১৮ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৫শ ৮৮ জন। অনুপস্থিত ছিল ১০ জন ।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গত ১৭ নভেম্বর সভার সিদ্ধান্ত মোতাবেক লালপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রীদের মধ্যে, প্রাকীর্তি ফাউন্ডেশনের শিক্ষা বিভাগ এর সহায়তায় মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি-২০১৮, পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন ৬টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।


এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ