আজকের শিরোনাম :

আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ২১:৩০

আদমদীঘি (বগুড়া), ২৩ মে, এবিনিউজ : বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা  হয়েছে।  আজ বুধবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাজেট অনুষ্ঠানে ১ কোটি ৫৩ লক্ষ ১৮ হাজার ৯৭১ টাকা আয় ও ১ কোটি ৫২ লক্ষ ৬৮ হাজার ৯৭১ টাকা ব্যয় এবং ৫০ হাজার টাকা উদ্বৃত্ত রেখে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোস্তাফিজার রহমান।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক আহম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হুদা খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহাবুবুর রহমান, ইদ্রিস আলী, আঃ রাজ্জাক, মোখছেদ আলী, গোলাম ফারুক, আঃ রাজ্জাক শাহানা, মহিলা ইউপি সদস্য আয়শা সিদ্দিকা, রেবেকা আক্তার, শ্রীমতি দুলালী রাণী প্রমূখ।  এছাড়াও অধিবেশনে সকল ওয়ার্ডের সম্মানিত ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ