আজকের শিরোনাম :

বাগমারায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৪

রাজশাহী-৪ (বাগমারা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ৩০ তারিখের নির্বাচন কৃষকের বেঁচে থাকার নির্বাচন। আ.লীগ সরকার কৃষক বান্ধব সরকার। আ.লীগ সরকারের কারণে সময় মতো দেশের লাখ লাখ কৃষক বিনা মূল্যে কৃষি উপকরনাদী পাচ্ছে। যা বিগত সরকারের আমলে সম্ভব হয়নি।


বিগত সরকারের সময়ে সারের জন্য কৃষককে প্রাণ দিতে হয়েছে। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের কোন কৃষককে আর প্রাণ দিতে হয় না। ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে সরকার কৃষকের মাঝে কৃষি ভর্তুকির টাকা প্রদান করে থাকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে উচ্চ মূল্যে বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। তাই দলের এবং দেশের স্বার্থে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কৃষক লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেছেন, কৃষকের উপরে আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের জন্য ভাল এমন কাজে কৃষক লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। জাতির জনকের সৃষ্টি সংগঠনের সদস্যদের বসে থাকলে চলবেনা নৌকার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্য নিয়ে নিষ্ঠার সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
 
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মহসিন আলী, উপজেলা কৃষক লীগ নেতা প্রভাষক নজরুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, জেলা আ.লীগের সদস্য জাহানারা বেগম, তাহেরপুর পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, জেলা যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, আউচপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আফসারুজ্জামান রনি, গনিপুর ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী মাস্টার, মাসুদ রানা প্রমুখ। 
এ সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এবিএন/জিল্লুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ