আজকের শিরোনাম :

পাইকগাছার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আকতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে একদিকে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, অপরদিকে ধর্মীয় সহিংসতা সহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বৃদ্ধি পাই।

বর্তমান সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাবু আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে। ঘরে ঘরে পৌছে দিয়েছে বিদ্যুৎ সুবিধা।

তিনি বলেন, দেশে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের এ ধারাবাহিকতা একদিকে যেমন বজায় থাকবে তেমনি দেশের প্রতিটি গ্রাম শহরে পরিণত হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় সরকার গঠনে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগনেতা বাবু বুধবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা রতন ভদ্র, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, মুরারী মোহন সরকার, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, পিযুষ কান্তি সরকার, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আতাউর রহমান, শিবু প্রসাদ সরকার, মিজানুর রহমান, জহুরুল হক সানা, আব্দুল হাই আজাদ, মাহাবুবর রহমান মানিক, লিটন জমাদ্দার, মানব কুমার সানা, মামুনুল হক, শহিদুল্লাহ কায়সার, শাহারা মামুন, মসিয়ার রহমান, কামরুল ইসলাম, শাহীন আলম সানা, শফিকুল ইসলাম, ময়না বেগম, রফিকুল ইসলাম, ফাতেমাতুজ্জোহুরা রূপা, নাজমা বেগম, কহিনুর ও সাহারা খাতুন।

অপরদিকে সকালে পৌর সদরে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সুকৃতি মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, এসএম শামছুর রহমান, এসএম রেজাউল হক, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, কৃষ্ণপদ মন্ডল, আব্দুল ওহাব বাবলু, কাউন্সিলর আসমা আহম্মেদ, কবিতা দাশ, মাসুমা বেগম, জগদীশ চন্দ্র রায়, জুলি শেখ ও শেখ মিথুন মধু।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ