আজকের শিরোনাম :

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের ভূমি ইস্যুতে মত বিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ২১:০০

বোচাগঞ্জ (দিনাজপুর), ২৩ মে, এবিনিউজ : আজ বুধবার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস্ ফর ইমপ্র“ভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আয়োজনে “দলিত ও আদিবাসীদের ভূমি ইস্যু”-তে সংবেদনশীল করণের উদ্দেশ্যে ভুমি অফিসের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা ও মূল স্রোতধারার নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করা হয়েছে।

এ মতবিনিময় সভায় ৬নং-রনগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, ১নং-নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহান পারভেজ, সাংবাদিক সাজ্জাদ হোসেন, শামসুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুয়েল রানা, সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আজিজুল হক, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (ল্যান্ড) শাহ মোঃ আমিনুল হক, টেকনিক্যাল ম্যানেজার মোঃ আশরাফুল আলম, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াসসহ বিভিন্ন ইউনিয়নের ভুমি উন্নয়ন কর্তকর্তা, ভিডিসি সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা “দলিত ও আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে বিশদ আলোচনা করেন।

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ