আজকের শিরোনাম :

সরিষাবাড়ীতে অদ্ভুদ জমজ শিশুর জন্ম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২

জামালপুরের সরিষাবাড়ীতে অদ্ভুদ আকৃতির জমজ কন্যা শিশু জন্ম হয়েছে। আজ সোমবার মহাদান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অদ্ভুদ আকৃতির শিশুকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। প্রসূতি মাহফুজা বেগম হোসনাবাদ গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হামিদের স্ত্রী। মা ও শিশু সুস্থ্য আছেন।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাইলি বেগম জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে জমজ কন্যা শিশু ভূমিষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য বিকেল ৩টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম শফিকুর রহমান বলেন, ‘এমন শিশু জন্মদানের ঘটনা খুব বিরল। সুনির্দিষ্ট কোনো রোগের নাম বলা যাচ্ছে না। মুলত: এটি ‘অ্যাব-নর্মাল ক্রোথ, শিশু দুটির মগজ মাথার ভেতর থেকে বাইরে বের হয়ে আসার কারণে হতে পারে। এছাড়া হরমোনগত সমস্যা বা গর্ভকালীন আঘাতের কারণও থাকতে পারে।’ এদিকে শিশু দুটির বাঁচার সম্ভাবনা কম বলেও তিনি জানান।


এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ