আজকের শিরোনাম :

কাপাসিয়ায় নকল জজ গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কাপাসিয়ায় থানা পুলিশ গতকাল (০২ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম সোহাগ (৩০) নামে এক নকল জজকে গ্রেফতার করেছে।

আজ সোমবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার বারিষাব ইউনিয়নের ভেড়ারচালা গ্রামের আঃ খালেকের পুত্র।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, দীর্ঘ দিন যাবৎ একধিক লোকজন থানায় এসে তার বিরুদ্বে অভিযোগ করে আসছিল তিনি তৃতীয় সহকারী জজ (সাতক্ষীরা) পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে।

প্রতারণার শিকার ব্যাক্তিরা জানান মো. অরুন মিয়ার থেকে ৩৭ হাজার টাকা, লিটন মিয়ার কাছ থেকে ৯০ হাজার টাকা ও ইমাম উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন মামলা খালাস করে দিবে বলে। এসআই রাসেল কবির বাদী হয়ে তার বিরুদ্বে মামলা করেছেন।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ