আজকের শিরোনাম :

নীলফামারী-৩ আসনে ভোট গ্রহন হবে ৪৫২টি বুথে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনে এবার ৮৯ টি ভোট কেন্দ্রের ৪৫২টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহনের জন্য উপজেলা ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের লক্ষে ইতি মধ্যে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন জানান, এবারের নির্বাচনে নীলফামারী-৩ আসনে উপজেলার মোট ভোট কেন্দ্র ৮৯টি। ৮৯টি ভোট কেন্দ্রের ৪৫২টি বুথের জন্য ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ৯০৪জন পলিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। এবারে উপজেলা ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৬ হাজার ১৫১ জন।  

 

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকি/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ