আজকের শিরোনাম :

স্বরূপকাঠিতে শ ম রেজাউল করিমের পক্ষে আ.লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:১৭

পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, স্বরূপকাঠি ও নাজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিমের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করলেন স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

শনিবার বিকেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে উপজেলা অওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌখ সভায় ওই ঐকমত পোষণ করা হয়।

বর্তমান এমপি একেএম এম আউয়ালের দলীয় কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন, দূর্নীতি ও দাম্ভিকতার বিপক্ষে অবস্থান নেয়  ৫ বছর উপেক্ষিত দলীয় নেতাকর্মীরা। সাধারণ কর্মী বৈঠক হলেও হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় কলেজিয়েট একাডেমির মাঠে। বিকেল ৩ টা ওই সভা করার কথা থাকলেও আগত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সভা শুরু করতে সাড়ে ৪টা বেজে যায়। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও মনোনয়ন প্রত্যাশীরা একেএকে সভাস্থলে সভায় উপস্থিত হন। মনোনয়ন প্রত্যাশী নেতারা পূর্বেই ঘোষনা করেছিলেন একেএম আউয়াল বাদে যিনিই মনোনয়ন পাবেন সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। বিভিন্ন সভা সমাবেশে একাট্টা হয়ে তারা ওই ঘোষনা দেন। তারই প্রতিফলন ঘটেছে আজ শনিবারের ওই যৌথ সভায়।  সভা নয় যেন একটি প্রাণহীন রাজনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়া নেতা কর্মীদের ধরে প্রাণ ফিরে পাওয়ার প্রতিফলন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ওই সভায় প্রার্থী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম ছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়  সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক আলী খান পান্না, জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি   মো. শাহজাহান খান তালুকদার, আব্দুর রাজ্জাক খান , কেন্দ্রিয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য অ্যাডভোকেট আহসান তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউল হাসান, এ্যাকভোকেট মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন রায় চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ,কেন্দ্রিয় যুবলীগ নেতা কামরুজ্জামান শামিম, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ খান টিটু সহ স্থানীয় নেতৃবৃন্দ।


এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ