আজকের শিরোনাম :

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই নিসচা’র রজত জয়ন্তী উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই নিসচা’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নিসচা দক্ষিণাঞ্চল শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পদক বিতরণের আয়োজন করা হয়।

আজ শনিবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালি বাণিজ্যিক শহর কপিলমুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্ত্বরে নিসচা’র সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব, কপিলমুনি ফাঁড়ির পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, এসআই বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সাধু, অধ্যাপক তাপস কুমার সাধু।

বক্তব্য রাখেন, শেখ আনারুল ইসলাম, সাংবাদিক একে আজাদ, পলাশ কর্মকার, মোসলেম উদ্দীন দয়াল, শংকর সাধু, মানিক লাল সিংহ, হারুন অর রশিদ, সাকিব হোসেন, পার্থ হালদার, আল-আমিন হাজরা। অনুষ্ঠানে ১১ জন গুণি ব্যক্তিকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাহানারা কাঞ্চন সহ সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ