আজকের শিরোনাম :

বোদায় হানাদার মুক্ত দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ২০:১২

পঞ্চগড়ের বোদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বোদা উপজেলা পাক হানাদার মুক্ত হয়।

 হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আজ শনিবার বোদা একুশ স্মৃতি পাঠাগারের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক শেষে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,

 বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আবুল কাশেস, বোদা পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রবীর চন্দ, সহকারী অধ্যাপক মনিসংকর দাশ গুপ্ত প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
 

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ