আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮

চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ দিন আগে তিনি গরুর মাংস খাওয়ার পর এ রোগে আক্রান্ত হন।

আক্রান্ত রোগী জাহা বক্স মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিহি গ্রামের আরশাদ আলীর ছেলে। ওই গ্রামে বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন সিভিল সার্জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, জাহা বক্স (৪৫) মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। ওই দিনই আমরা তার রক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়। এরপর সিভিল সার্জন ডা. খায়রুল আলমের নেতৃৃত্বে ডা. আবুল হোসেন ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড নিশ্চিত করে জাহা বক্স অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত।

জাহা বক্সের স্ত্রী জরিনা খাতুন জানান, ৯ দিন আগে গ্রামের আলিহিম নামের এক কসাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনে আনেন তার স্বামী জাহা বক্স। মাংস খাওয়ার দু’দিন পর তার ঠোঁটে-মুখে ছোট ছোট ফোটা বের হয়। প্রথমে আমল না দিলেও দু’দিন পর চোখ ফুলে যায়। এক পর্যায়ে মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ওই গ্রামের কয়েকজন এরকম উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। তারা তেমন আমল দিচ্ছে না এবং চিকিৎসাও করাচ্ছেন না।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়ররুল আলম জানান, অ্যানথ্রাক্স মারাত্মক ক্ষতিকর জীবাণু। এ রোগ পশুর মাংস থেকে সংক্রমিত হয়ে থাকতে পারে। তাই আমরা অ্যানথ্রাক্স নিশ্চিত হওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছি। যাতে ওই গ্রামে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল টিম পাঠানো হয়।

 এবিএন/সনজিত কর্মকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ