আজকের শিরোনাম :

উলিপুরে নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরণ শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ২১:১৭

কুড়িগ্রামের উলিপুরে নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরণ শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উলিপুর পৌরসভার আয়োজনে, নর্দান বাংলাদেশ ইান্টগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর সহযোগিতায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৌর হল রুমে দিনব্যাপি এ উদ্বুদ্ধকরণ শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, পৌর মেয়র তারিক আবুল আলা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হক মাহমুদ আঞ্চিলিক উপ-প্রকল্প পরিচালক রংপুর অঞ্চল, নবিদেপ, এলজিইডি রংপুর। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন, উলিপুর মটর শ্রমিক হামিদুর রহমান লিটন, পৌর কাউন্সিলর মোস্তাফিজার রহমান, খোরশেদ আলম, আনিছুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর নুসরাত জাহান, রশিদা বেগম লতা প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, নবিদেপ ডিএসএমসি’র ডেপুটি টিম লিডার (আরবান) শামসুল আরেফিন, ট্রেনিং কো-অডিনেটর অবসরপ্রাপ্ত লেঃ কঃ শফিকুল ইসলাম ও নবিদেপ, এলজিইডি ঢাকা’র রোড সেফটি স্পেশালিষ্ট প্রকৌশলী মোঃ তামজিদ সরওয়ার।      

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ