আজকের শিরোনাম :

নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সাংবাদিকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ২১:৩৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক জোট বা দলের কাছে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়েছেন গাজীপুরের সাংবাদিকরা। আজ মঙ্গলবার গাজীপুর সিটি প্রেসক্লাবের সভায় এই দাবি জানানো হয়েছে।

মুক্তচিন্তার সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কাছে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের অঙ্গিকার দাবি করেন সাংবাদিক সমাজ।  

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্ত্বে বক্তারা এ দাবি করেন।  মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তা বিরোধী আইন পরিবর্তনে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহবান জানান।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেড্রিক মুকুল বিশ্বাস, জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলন, মো: আলমঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম খান, সোলাইমান মোহাম্মদ ও মো: মনির হোসেন।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ