আজকের শিরোনাম :

হাটহাজারীতে ইট ভাটায় নির্বাহী অফিসারের অভিযান : তিন ট্রাক কাঠ জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ১৭:১৫

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার একটি ইট ভাটা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় ইটের ভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ থাকার পরও কাঠের ব্যবহার করায় প্রতিষ্ঠানে সংগ্রহিত আনুমানিক তিন ট্রাক কাঠ জব্দ করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের " জিবি উব্লিউ" ইটের ভাটায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকতা রুহুল আমিন।

রুহুল আমিন জানায়, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ধারা-৬ মোতাবেক ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ। এরপরও পরিবেশ ধ্বংস করে আনোয়ারের মালিকানাধীন ইট ভাটা প্রতিষ্ঠানে কাঠের ব্যবহার অব্যাহত রেখেছে।

 শনিবার অভিযান চালিয়ে আনুমানিক তিন ট্রাক পরিমাণ কাঠ জব্দ করা হয়। রুহুল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় " জিবি উব্লিউ" ইটের ভাটার মালিক আনোয়ারকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে সকল ইট ভাটার মালিককে আইন মেনে ইট প্রস্তুত করার অনুরোধ জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন রুবেল।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ