আজকের শিরোনাম :

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কছিমুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ২০:১৭

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কছিমুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা কছিমুদ্দীন  উপজেলার কোচকুড়লিয়া গ্রামের বাসিন্দা।  গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় পত্নীতলা উপজেলার তার নাতীর বাড়ি দিবর ইউনিয়নের মহারন্দী গ্রামে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৫ বছর।  মৃত্যুর পর এক ছেলে এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর তাঁকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

তার গার্ড অব অনার ও জানাযা নামাজে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, আ’জীবন সদস্য মনোয়ারুল ইসলাম সহ এলাকার অসংখ্য গুণিজন উপস্থিত ছিলেন।

এবিএন/নয়ন বাবু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ