আজকের শিরোনাম :

মাদারীপুরে চলছে এসএসসি পরীক্ষার ফরম পূরনের নামে টাকা হরিলুট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৬

মাদারীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার কালকিনি উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বিদ্যালয় থেকে দুইধাপে ২৫২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় দেয়। এদের মধ্যে প্রথম ধাপে ১২৯ জন শিক্ষার্থী সকল বিষয়ে পাস করেন। পরে ১২৩ জন শিক্ষার্থী আবার পরীক্ষা দিলে দ্বিতীয় ধাপে পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ, সরকারী ভাবে এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ বোর্ড ফি ধরা হয়েছে ১ হাজার ৭৩৫ টাকা। বিলম্ব ফি ধরে আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে।  কিন্তু সরকারের  শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মকে উপেক্ষা করে ফরম পূরণের নামে অতিরিক্ত  টাকা নেয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক শিক্ষার্থী একসাথে এই টাকা জোগাড় করতে না পারায় ফরম পূরণ করতেও পারেনি।

এ ব্যাপারে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, আমরা স্কুলে অতিরিক্ত টাকা নেইনি এবং গতকাল আমাদের স্কুলের সামনে কোন বিক্ষোভ হয়নি। তবে কিছু ফেল করা ছাত্র/ছাত্রীরা আমাদের বদনাম ছড়াচ্ছে।  
                     
মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল জানান, এসএসসি ফরম পুরনে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। তবে আমি শুনেছি এরকম হয়েছ। তাই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ