আজকের শিরোনাম :

মহেশপুরে ভূয়া চিকিৎসক ও মিষ্টির দোকানে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ২০:১৮

ঝিনাইদহ, ২২ মে, এবিনিউজ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে এক ভূয়া চিকিৎসক ও ২ টি মিষ্টির দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে খালিশপুর বাজারে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় মিথ্যা চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা, জিলাপি ও ইফতারে রং মেশানোর অপরাধে আল আমিন হোটেলে ৫ হাজার টাকা ও বাসি সিরা দিয়ে মিষ্টি তৈরী ও পোড়া তেল ব্যবহার করার অপরাধে মাধব সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর কাজী আঃ হামিদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোখলেসুর রহমান ও এ.এস.আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ