আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ১৭:৩১ | আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৭:৪৬

‘প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৪ থেকে ২৯নভেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সুবোধ কুমার আচার্যের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ যুথিকা খাতুন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলোক কুমার সরকার,

পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, পরিবার কল্যাণ সহকারী আফরোজা বেগম প্রমুখ। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক একেএম সামসুজ্জামান সহ পরিবার পরিকল্পনা বিভাগের  কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ