আজকের শিরোনাম :

কয়রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ১৭:১৫

উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, উত্তর চক কামিল মাদরাসা, সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসার, শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিন বেদকাশি মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার অন্যান্য স্কুল, কলেজ ও মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

 এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে সহকারী অধ্যাপক মোল্লা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এঁর জীবনির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, কাজী বাহারুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ। দোয়া মোনাজাত করেন সহকারী অধ্যাপক মোঃ ওলিউল্লাহ। অনুরূপ উত্তরচক কামিল মাদরাসার হলরুমে মিলাদুন্নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ মোস্তফা আব্দুল মালেক।

 বিশ্বনবীর জীবনি নিয়ে আলোচনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওঃ নুরুল ইসলাম ফারুকী, সিনিয়র মোদারেস মাওঃ হাবিবুল্লাহ বাহার। কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় মহানবী (সাঃ) এঁর জীবনির ওপর আলোচনায় বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওঃ মাহবুবুর রহমান, মাওঃ গোলাম মোস্তফা প্রমুখ।

 

এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ