আজকের শিরোনাম :

ধামরাইয়ে বানর বিলুপ্তির পথে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৩৬

ঢাকার ধামরাই উপজেলা এক সময় পরিচিত ছিল বানরের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে। কিন্তু ক্রমাগত নগরায়নের ফলে গাছপালা ও বনবাদার কমে যাওয়ায় বানরের অস্তিত্ব এখন হুমকির মুখে।

গাছপালা ও বনবাদারে ফলমূল কমে যাওয়ায় ক্ষুধার্ত বানরেরা ধামরাইয়ের বাড়ি-ঘরে হানা দিচ্ছে।

প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, খাবারের অভাবে এখানকার অনেক বানরই অসুস্থ হয়ে পড়ছে। এলাকায় কোন বানরকে অসুস্থ অবস্থায় দেখা গেলে আমাদের কর্মকর্তাগণ তাৎক্ষনিক চিৎকিসার জন্য ছুটে যান।

পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা জানান, বানরের খাবার বাবদ পৌরসভা তহবিল থেকে বাজেট বরাদ্দ করা হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বানর বাঁচাতে উপজেলার প্রশাসনের পক্ষ থেকেও খাবারের জন্য বরাদ্দ রাখা আছে।

হিসাব করে দেখা গেছে বানরের খাবারের জন্য যে বাজেট রাখা আছে তাতে উপজেলার বানরদের ছয় মাসের খাবার যোগান দেয়া যাবে। এব্যাপারে এলাকাবাসীর প্রশ্ন হচ্ছে বাকি ছয় মাস বানরেরা কীভাবে বাঁচবে? শুধু ধামরাই নয়, পৃথিবীর সকল বিলুপ্তপ্রায় প্রানীদেরকে রক্ষার ব্যবস্থা করা হোক।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ