আজকের শিরোনাম :

পঞ্চগড়ে চা আবাদ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ২১:৩৩

পঞ্চগড় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চা আবাদ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  নর্দান বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

আজ বুধবার দুপুরে পঞ্চগড় চা বোর্ডের প্রশিক্ষণ হলরুমে দিন ব্যাপী চা আবাদ বিষয়ক এ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

পঞ্চগড় চা বোর্ডের উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ শামিম আল মামুন এর সভাপতিতে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ আবু হোসেন সহ প্রমুখ।

কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চা আবাদ বিষয়ক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫টি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ