আজকের শিরোনাম :

সাটুরিয়া হানাদার মুক্ত দিবস অাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ১৭:১৫

অাজ ২১ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মু‌ক্তি‌যোদ্ধা ও মু‌ক্তিকামী জনতা পাক হানাদার বাহিনীর কবল থেকে সাটুরিয়াকে মুক্ত করে।

জানা গে‌ছে, ১৯৭১ সালের ২১ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত হয়েছিল। টাঙ্গাইলের বাতেন বাহিনীর ক‌য়েক হাজার মুক্তিযোদ্ধা ২০ নভেম্বর রাত ১২ টা ১ মিনিটে সাটুরিয়ার চারিদিক ঘিরে ফেলে। রাতভড় চলে মুহুমুহু গোলাগুলী।

২১ নভেম্বর বেলা ২ টার দি‌কে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা পিছু হটে পালিয়ে যায়। এ সময় পাক বাহিনীর গুলিতে মো: জিয়ারত হোসেন নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়। সেদিনের ওই যুদ্ধে আরো ৫০ জন মুক্তিযোদ্ধা আহত হয় বলে জানায় স্থানীয় মুক্তিযোদ্ধারা। সাটুরিয়ার কৃতি মু‌ক্তি‌যোদ্ধা‌দের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর ফিল্ড কমান্ডার মো. দেলোয়ার হোসেন হারিজ পাক হানাদারদের ৪ টি বাংকার গুড়িয়ে দেয়।

সাটুরিয়া হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষ্যে সাটু‌রিয়া উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড ও সাটু‌রিয়া উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড র‌্যালী, আলোচনা সভাসহ নানা অা‌য়োজন ক‌রে‌ছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ