আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী আসলাম জেলা প্রশাসকের অনুদান পেলেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ২২:০৫

মেধাবী শিক্ষার্থী আসলামের হাতে অনুদানের টাকা তুলে দিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ২৩তম স্থান অর্জনকারী ‘দারিদ্র্য’ মেধাবী শিক্ষার্থী আসলাম।

আজ মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে তাকে ডেকে নিয়ে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি। জেলা প্রশাসক ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের তুলে ধরতে হবে। অর্থাভাবে কোনো মেধাবী ছাত্রের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায় সেদিকে নজর রেখে সংবাদ প্রকাশ করতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহকারী ম্যানেজার সাফিউল হাসান প্রমুখ।

উল্লেখ, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ‘দারিদ্র্য’ আব্দুস ছালাম শেখের ছেলে আসলাম শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ‘সি’ ইউনিটে মেধাতালিকায় স্থান পান। কিন্তু অর্থাভাবে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না।  এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনটি জেলা প্রশাসনের নজরে এলে তাকে এই নগদ অনুদান দেয়া হয়।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সোমবার দুপরের দিকে আসলামকে নিজ কার্যালয়ে ডেকে এনে অনুদানের নগদ টাকা তুলে দেন বলে  জানা গেছে।

এবিএন/‌এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ