আজকের শিরোনাম :

কুতুবদিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দিদারুল ইসলাম ওরফে মৌলভী দিদার (৩২) নামে একজন যুবক নিহত হয়েছেন। 

র‌্যাব দাবি, নিহত দিদার জলদস্যু।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্য আমজাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দিদার কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উত্তর আমজাখালী এলাকার ইউসুফ নবীর ছেলে।  

র‌্যাব বলছে, দিদারুল একটি বাহিনী গঠন করে কুতুবদিয়া দ্বীপ ও সাগরে জলদস্যুতা করতো। তার নামে কুতুবদিয়া ও মহেশখালী থানায় ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, মধ্য আমজাখালী এলাকায় কয়েক জলদস্যুর জড়ো হওয়ার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ