আজকের শিরোনাম :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে সমন্বয় কক্ষ চালু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৫

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে সমন্বয় কক্ষ চালু করা হয়েছে। কার্যালয়ের ২২৩ নং রুমে চালুকৃত সমন্বয় কক্ষ থেকে নির্বাচন সম্পর্কিত সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া সমন্বয় কক্ষের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অফিস সহকারীর কাছ থেকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম- ১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫, চট্টগ্রাম-১৬ এই আসনগুলোর তথ্য পাওয়া যাবে।

নির্বাচন সংশ্লিষ্ট যে কোন ধরনের তথ্যের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম (০১৭৬৪-১৪৪৪২৪), রেজওয়ানা আফরিন (০১৭১৬-৪৮৮১০৫), সুরাইয়া ইয়াসমিন (০১৭১৯-৩০৪৯৭২) এবং চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসের অফিস সহকারি মোহাম্মদ ইউসুফ খান (০১৬৭০-৩৫০৪০৫) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিবৃতিতে এসব তথ্য জানা যায়।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ